সন্তানের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে নজরদারি করতে পারবেন অভিভাবক
ইনস্টাগ্রাম অ্যাপ চালু করেছে সন্তানদের
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিভাবকদের নজরদারি করার সুবিধা। ‘প্যারেন্টাল সুপারভিশন
ফিচার’ নামে এ সুবিধার মাধ্যমে অপ্রাপ্তবয়স্ক সন্তানদের
ইনস্টাগ্রাম ব্যবহারের ওপর নজর রাখার সুযোগ পাবেন অভিভাবকেরা। তবে এই ফিচার কম
বয়সীদের জন্য বাধ্যতামূলক নয়। এটি চালুর জন্য অভিভাবক ও সন্তান উভয়ের অ্যাকাউন্ট
থেকে সম্মতির প্রয়োজন হবে।
প্যারেন্টাল সুপারভিশন চালুর পূর্বশর্ত
- অভিভাবক এবং সন্তান দুজনেরই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে।
- ফিচার চালুর জন্য উভয়কেই সম্মতি দিতে হবে।
- কমবয়সী (টিনএজার) ছেলে বা মেয়ের বয়স হতে হবে ১৩ থেকে ১৭ বছর।
- একজন টিনএজারের অ্যাকাউন্ট কেবল একজন অভিভাবক তত্ত্বাবধান করতে পারবেন।
- এটি চালুর জন্য অভিভাবক ও ছেলে বা মেয়ে উভয়কে ইন্সটাগ্রাম অ্যাপ আপডেট করতে হবে।
প্যারেন্টাল সুপারভিশন যেভাবে চালু করবেন
এই সুবিধা চালুর জন্য প্যারেন্টাল সুপারভিশনের
ইনভাইটেশন পাঠাতে হবে এবং তা গ্রহণ করতে হবে। ইনভাইট করার জন্য নিচের ধাপগুলো
অনুসরণ করতে হবে।
- ইনস্টাগ্রাম অ্যাপ চালু করার পর নিচের ডান দিকে প্রোফাইল পিকচারে ক্লিক করে সেটিংস অপশনে যেতে হবে।
- সেখানে থাকা সুপারভিশন অপশনে ট্যাপ করতে হবে। এরপর ফ্যামিলি সেন্টার অপশন সিলেক্ট করতে হবে।
- ক্রিয়েট ইনভাইট বাটনে ট্যাপ করতে হবে।
এরপর অভিভাবক বা টিনএজার যে ইনভাইট পাবে, তাকে সেটি অ্যাকসেপ্ট করতে
হবে। টিনএজার ইনভাইট করলে অভিভাবক অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে এই সেবা চালু হয়ে
যাবে। আবার একইভাবে অভিভাবক ইনভাইট করলে টিনএজার তা অ্যাকসেপ্ট না করা পর্যন্ত
সুবিধাটি চালু হবে না। এই ফিচার চালু হয়ে গেলে টিনএজারের অ্যাকাউন্টের সব তথ্য অভিভাবক তার
অ্যাকাউন্টে দেখতে
পারবেন।
Post a Comment